প্রতি কেজি তরমুজ ১৮৫০ টাকা দরে বিক্রির আসল রহস্য কি?

- আপডেট সময় : ০৯:১৬:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪ ২০৮ বার পড়া হয়েছে

মোঃতৌহিদুর রহমান,ক্রাইম রিপোর্টার,যশোর :-
গুলশানের সুপারশপ ইউনিমার্টে তরমুজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৮৫০ টাকা মাত্র। এই অর্ধেক টুকু তরমুজের দাম আসছে মাত্র ৪,৭৬৩ টাকা।
তবে এই অতিমূল্য আসার পেছনে কাহিনী ডেডিকেশন অনেকেই হয়তো জানেন না। তাদের জন্য বলছি…
এই তরমুজ বিশেষ ভাবে উৎপাদিত হচ্ছে এবং এই তররমুজে যে সার ব্যবহার করা হয়েছে ,
সেটা মরুর উটের গোবর এবং বিশেষ ভাবে ফিল্টার করা ও পাহাড়ের ঝর্ণার পানি দ্বারা জৈব সারে রুপান্তরিত করা হয়! এই তরমুজের জন্য যে পানি আসে তা আরব সাগর থেকে উত্তোলন করা হয় বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে। যাদের দ্বারা চাষাবাদ করা হয় তারা বেদুইন । তাদের বেতন বেশি। এই বেদুইনরা বিএমডব্লিউর চড়ে কাজ করতে আসেন।
উক্ত খামারে আরো দেয়া হয় বিশেষ ধরনের মোরগের মলের তৈরি জৈবসার। এই মোরগের বিশেষত্ব হলো এরা ভোর বেলা ডাকে না। মৃগীমিলন সার্টিফাইড।
তাছাড়া এতে যে কীটনাশক ব্যবহার করা হয় তা সম্পূর্ণ হোমিওপ্যাথিক। মৃগিমিলন আকাদেমি দ্বারা মাঠ পর্যায়ে পরীক্ষিত।
এই তরমুজের আরো যেসব গুণ আছে তা হলো এই তরমুজ হেবিমেটাল মুক্ত।
এই তরমুজ শতভাগ পর্দার আড়ালে ( টেন্টের নিচে) বড় হয়েছে।
তাছাড়া এর সার্বিক তত্ত্বাবধানে আছেন বিশ্ববিখ্যাত কিটো এন্ড ডিম্ভাই আকাদেমি!
শুনুন, মোহতারাম, ভালো কিছু পাইতে কিছু ত্যাগ করতেই হয়, ইহাই বাস্তবতা!
এখন সিদ্ধান্ত আপনার।
আপনি কি এই ১০০% অর্গানিক হোমিওপ্যাথিক জৈব আধ্যাত্মিক উন্নত স্বাস্থ্যকর ৪ হাজার টাকার তরমুজ খাবেন? নাকি চাষির ক্ষেত থেকে আসা পাখির মল যুক্ত শ্রমিকের ঘাম পাদ্র মিশ্রিত অস্বাস্থ্যকর পরিবেশ অবান্ধব ১০০ টাকার তরমুজ খাবেন?