সংবাদ শিরোনাম :  
                            
                            গাইবান্ধা সাঘাটা উপজেলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী ব্যবসায়ী আটক
																
								
							
                                
                              							  প্রতিনিধির নাম									
								
                                
                                - আপডেট সময় : ০৭:৫৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪ ১২৬ বার পড়া হয়েছে
 

স্টাফ রিপোর্টার:-
সাঘাটা উপজেলাকে মাদক মুক্ত ঘোষণার প্রেক্ষিতে গত শুক্রবার দিবাগত রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে সাঘাটার থৈকরের পাড়া এলাকা থেকে ২ শত ৫০ গ্রাম শুকনো গাঁজা বিক্রির করার সময় হাতে নাতে আটক করে । সাঘাটা থানা পুলিশ সুএে জানা যায় জুমারবাড়ী ইউনিয়নের থৈকরের পাড়া গ্রামের আকতারুল ইসলামের স্ত্রী মোশেদা বেগম (৪৫)কে আটক করে । থানার অফিসার ইনচার্জ মমতাজুল হকের সাথে কথা হলে তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার নিজ দোকানের পাশ্বেঁ রাস্তা উপর বিক্রির করার সময় তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে শনিবারে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
																			
										

























