জীবননগর থানাধীন শাহাপুর পুলিশ ক্যাম্প কর্তৃক মাদক বিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার গ্রেফতার-১ জন

- আপডেট সময় : ০৩:২১:২২ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪ ২০২ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ।
চুয়াডাঙ্গা প্রতিনিধি:-চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের দিকনির্দেশনায় প্রতিটি থানায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জীবননগর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে জনাব এস.এম. জাবীদ হাসান, অফিসার ইনচার্জ, জীবননগর থানার নেতৃত্বে শাহাপুর পুলিশ ক্যাম্পের আইসি এসআই(নি:) মোঃ মনিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ আজ ০৬ এপ্রিল ২০২৪ তারিখ বেলা ১২:৩৫ ঘটিকায় জীবননগর থানাধীন কর্চাডাঙ্গা গ্রামস্থ লাইনপাড়া জনৈক মোঃ আলী আজম (৫০) পিতা-মৃত আব্দুস সাত্তার এর বাড়ীর সামনে আন্দুলবাড়ীয়া টু পাঁকা গ্রাম গামী পাকা রাস্তার উপর হতে আসামী মোঃ মানিক (৩৬), পিতা-মৃত মকছেদ বিশ্বাস, সাং-পাঁকা দক্ষিনপাড়া, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গাকে ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।