কুখ্যাত মোটরসাইকেল চোর রাজ্জাক গ্রেফতার

- আপডেট সময় : ০৬:৫১:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪ ১৮০ বার পড়া হয়েছে

মোঃ খায়রুল ইসলাম রাণীশংকৈল উপজেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পৌরসভা- ২ ওয়ার্ডের কুয়েতি মসজিদের পাশে উত্তরবঙ্গের কুখ্যাত মোটরসাইকেল চোর রাজ্জাক জনতার হাতে আটক।
এই কুখ্যাত মোটর সাইকেল চোরকে এলাকার জনতা প্রায় এক ঘন্টা অবরুদ্ধ করে রাখে। পরে এ ঘটনা খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান, সহকারী পুলিশ সুপার রেজাউল করিম ,রাণীশংকৈল থানার অফিসার্স ইনচার্জ সোহেল রানা, সাবেক মেয়র আলমগীর সরকার,৩ নং হোসেনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মতিউর রহমান (মতি) সহ আইনশৃঙ্খলা বাহিনী জনতার হাত থেকে তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়। অসংখ্য ক্ষিপ্ত হয়ে জনতা চোরের ব্যবহৃত পালসার মোটরসাইকেলটি আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং রাণীশংকৈল ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এই বিষয়ে সহকারী পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বলেন এই কুখ্যাত মোটরসাইকেল চোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।