সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জ শিয়ালকোলে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৪২:৪১ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪ ৮৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোলে ২৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ।
শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাঁতী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সদর উপজেলা পৌর এলাকার গ্রামের শরিফের ছেলে আসিফ (২০) ও বাবুর ছেলে সিহাব (২০)। সদর থানার এসআই ( সাব-ইন্সপেক্টর) দানিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, আটককৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ৯টার দিকে চন্ডিদাসগাতীঁ বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় বিশেষ কায়দায় রাখা দেহ তল্লাশি করে ২৫পিচ ইয়াবা জব্দ করা হয়।
এই ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।