চট্টগ্রামে ডাস্টবিন থেকে বস্তাবন্দি কন্যা শিশুর মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ০১:৫৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪ ৯৪ বার পড়া হয়েছে

মোঃতৌহিদুর রহমান-ক্রাইম রিপোর্টার,যশোর।
চট্টগ্রামে ডাস্টবিন থেকে এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধর্ষণের পর তাকে হত্যা করে নালায় ফেলে রেখে যাওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার (১ এপ্রিল) রাতে নগরীর কোতোয়ালী থানার স্টেশন রোডে ফলমণ্ডি এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
নগর পুলিশের কোতোয়ালী জোনের সহকারী কমিশনার অতনু চক্রবর্তী জানান, রাতে ফলমন্ডি এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় পরে থাকা মরদেহের খবর আসে। বস্তার বাইরে পা বের হয়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি খুলে দেখতে পায়, পাঁচ থেকে সাত বছর বয়সী মেয়ে শিশুর মরদেহ।
তিনি জানান, তার শরীরে জখমের চিহ্ন রয়েছে। দিনের যে কোন সময় শিশুটিকে মেরে ফেলে রেখে গেছে। তবে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলতে পারেননি।
বলেন, যোনি এবং পায়ূপথে রক্তক্ষরণের চিহ্ন আছে। ধর্ষণের পর হত্যা কি না, সেটাও আমরা খতিয়ে দেখছি। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।