সংবাদ শিরোনাম :  
                            
                            
                     প্রচ্ছদ /
                   অর্থনীতি, আইন-আদালত, খেলাধুলা, চাকরি, জাতীয়, টপ টেন, ধর্ম, নারী ও শিশু, প্রধান খবর, বিনোদন, ভ্রমণ, রাজনীতি, শিক্ষা, সাহিত্য                
                উল্লাপাড়া উপজেলার শ্রেষ্ঠ কাব শিশু: “সাদিয়া তাসনিম সুরমি”
 
																
								
							
                                
                              							  নিজেস্ব প্রতিনিধি									
								
                                
                                - আপডেট সময় : ০৪:৩৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪ ৩২৩ বার পড়া হয়েছে

উল্লাপাড়া উপজেলার শ্রেষ্ঠ কাব শিশু:
“সাদিয়া তাসনিম সুরমি
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ খ্রিঃ কাবিং (খ-বিভাগ বালিকা) দহকুলা গ্রামের সাদিয়া তাসনিম সুরমি কাব স্কাউটার। চরমোহনপুর সরকারি বিদ্যালয়ের কাব স্কাউট ইউনিট হইতে উপজেলা উল্লাপাড়া উপজেলার শ্রেষ্ঠ কাব স্কাউটার নির্বাচিত হওয়ায় মেডেল প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সানজিদা সুলতানা ও উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ ছানোয়ার হোসেন। অনুষ্ঠানে ২৭৮ টি স্কুলের প্রায় সহোস্রাধিক শিক্ষক ও অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চরমোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শিরিন সুলতানা মেরী ও ইউনিট লিডার জনাব মোস্তাফিজুর রহমান এই অর্জনে সন্তোষ প্রকাশ করেন এবং অত্র ইউনিটের কাবিং কার্যক্রম ও স্কাউরারদের সাফল্য কামনা করেন।
 
																			 
										



















