রংপুরের পীরগাছায় কমিউনিটি পুলিশিং এর ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৩:৩৬:১১ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪ ৮১ বার পড়া হয়েছে

সেলিম চৌধুরী
জেলা প্রতিনিধি, রংপুর :-
৩০ মার্চ দুপুর ১২টা পীরগাছায় কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিত হয়েছে।
বাল্য বিয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়তে পাশে থাকি।
“পুলিশ জনতা ঐক্য করি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে
পীরগাছা থানা অফিসার ইনচার্জ এর আয়োজনে পীরগাছা থানা অফিসার ইনচার্জ সুশান্ত কুমার এর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিপিএম পুলিশ সুপার ( অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) রংপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত মেজর জনাব নাসিম সভাপতি (জেলা কমিউনিটি পুলিশ) রংপুর, সিনিয়র সহকারী পুলিশ সুপার সি সার্কেল রংপুর, মঞ্জুরশ্রী সাহা জেলা প্রতিরোধ কমিটির সভাপতি ও মহিলা বিষয়ক সম্পাদক সি পি রংপুর, খন্দকার মাহামুদ এলাহী এক্সিকিউটিভ মেম্বার রংপুর। আরও উপস্থিত ছিলেন ৭নং পীরগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাফিজার রহমান রেজা, ৫নং ছাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
নাজির হোসেন, সাবেক সভাপতি তোজাম্মেল হক মুন্সি, উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিট পুলিশের সদস্য ও পীরগাছা থানার সকল পুলিশ সদস্য সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তব্যে সকলে জনসচেতনতা মূলক কথা বলেন, এলাকায় মাদক সমস্যা সমাধান, বাল্য বিবাহ নিরোধ আইন সহ বিভিন্ন রকম সমস্যার কথা তুলে ধরা হয়।