বরিশালে অর্ধেকে নেমেছে তরমুজের দাম তবুও ক্রেতা শূন্য তরমুজের বাজার

- আপডেট সময় : ১১:২৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪ ১০৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
তরমুজের দাম অনেকটা কমেছে। রোজার শুরুতে তরমুজের যে দাম ছিল, তা দুই সপ্তাহের ব্যবধানে অর্ধেকে নেমেছে। এখন ৪৫ থেকে ৫০ টাকার মধ্যে মিলছে প্রতি কেজি তরমুজ। কোথাও কোথাও ৪০ টাকা দরেও পাওয়া যাচ্ছে। আবার কোথাও প্রতি পিস বড়োসড়ো তরমুজ ২০০ তাকার মধ্যে বিক্রি হচ্ছে।
বরিশালে বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সবচেয়ে বড় ১০ থেকে ১২ কেজি ওজনের তরমুজ বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৩৪০ থেকে ৪০০ টাকায়। মাঝারি সাইজের তরমুজ ২০০ থেকে ২৫০ টাকা এবং ছোট তরমুজ ২০০ টাকার নিচেও কেনা যাচ্ছে।
তবে গত এক সপ্তাহের ব্যবধানে তরমুজের দাম অনেকটা অপরিবর্তিত রয়েছে।গত সপ্তাহে প্রতিকেজি তরমুজ ৫০ টাকা কেজিতে বিক্রি হয়। কিন্তু দুই সপ্তাহের ব্যবধানে তরমুজের দাম বেশ কমেছে। কারণ রোজার শুরুতে প্রতি কেজি তরমুজের দাম ছিল ৮০ থেকে ৯০ টাকা প্রতিকেজি।
তরমুজ ব্যবসায়ীরা বলেন বেশি পরিমাণে তরমুজ বাজারে আসায় দ্রুত দাম কমতে শুরু করেছে।
এছাড়া রোজার শুরুতে তরমুজের অস্বাভাবিক দাম হওয়ার কারণে অনেকে তরমুজ না কেনার জন্য প্রচার-প্রচারণা চালান।যাতে তরমুজের বিক্রি অনেক অংশে কমেছে।