ভোগান্তির আরেক নাম নয়াবাজার রাস্তা

- আপডেট সময় : ০৭:০২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪ ৯৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:- কেরানীগঞ্জ উপজেলার পরিচিত একটি বাজার আটি বাজার । উপজেলার পরিচিত এবং সাশ্রয়ী মূল্যে কেনা কাটা করার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আটি বাজার আসে । কোনাখোলা ও খোলামুড়া হয়ে আটি বাজার আসার একটি মাত্র রাস্তা । প্রতিনিয়ত নয়াবাজার থেকে আটি বাজার পর্যন্ত রাস্তায় দীর্ঘ জ্যাম লেগেই থাকে। কারণ হিসেবে জানা যায় যে মোহাম্মদপুর থেকে কেরানীগঞ্জ গাড়ি চলাচলের একটি মাত্র রাস্তা তা আবার নয়া বাজারে হয়ে গেছে।এ রাস্তা দিয়ে বড় বড় গাড়ি চলাচলের কারণে সবসময় নয়া বাজার মোড়ে জ্যামে লেগেই থাকে।এই জ্যামের কারণে মানুষের ভোগান্তির শেষ নেই। দীর্ঘ জ্যামের কারণে ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে থাকতে হয়। স্থানীয় প্রশাসন ও এলাকার প্রতিনিধিদের কাছে আবেদন থাকবে ঈদকে সামনে রেখে মানুষ জনের যেন রাস্তার ভোগান্তি না হয় সেই বিষয়ে নজর দেওয়ার জন্য ।