স্বাধীনতা দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন

- আপডেট সময় : ০২:২২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪ ৯১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সফররত ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।
মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৫টা ৫৬ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং ভুটানের রাজা।
এরপর দাঁড়িয়ে কিছু সময় নীরবতা পালন করেন তারা। এসময় বিউগলে বাজানো হয় করুণ সুর।
সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।
পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলটির শীর্ষ নেতাদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে দ্বিতীয় বার ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা।
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভুটানের রাজা পরিদর্শন বইয়ে সই করেন।
জাতীয় স্মৃতিসৌধে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভুটানের রানি জেৎসুন পেমা।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং ভুটানের রাজার শ্রদ্ধা নিবেদনের পর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ এলাকা ছেড়ে গেলে এর পরে শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের জন্য জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয়।
শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে, ঢাকা জেলা উওর ও আশুলিয়া থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, ফজলুল রহমান বাবু, ঢাকা জেলা উওর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ ইমতিয়াজ আহমেদ দেওয়ান, সাধারণ সম্পাদক মোঃ সঈম মোল্লা, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, আশুলিয়া থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি, মোঃ হাসান কবির, সাংগঠনিক সম্পাদক মোঃ মোল্লা ওয়ালিদ, সহ-সভাপতি সৈয়দ মুহাম্মদ ( এস. এম) শরিফুল ইসলাম সবুজ, সাংগঠনিক সম্পাদক জাকির মোল্লিক সহ ধামসোনা, ইয়ারপুর, আশুলিয়া, শিমুলিয়া,পাথালিয়ি, ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সকল নেতাকর্মীরা।
এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন বাহিনী ও সংস্থা, বিভিন্ন মন্ত্রণালয়, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।