গৌরনদীর বাটাজোরে অজ্ঞাত এক নবজাতক কন্যা শিশু উদ্ধার

- আপডেট সময় : ০৫:১৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ১৫৪ বার পড়া হয়েছে

আশরাফ উদ্দিন বরিশাল জেলা প্রতিনিধিঃ-
২৬ শে মার্চ রোজ মঙ্গলবার রাত্র অনুমানিক ০৮.৪৫ মিনিটের সময় মোঃ শয়ন সরদার(২৪),পিতা-মোঃ সেলিম সরদার,সাং-পশ্চিম চন্দ্রহার,থানা-গৌরনদী,জেলা-বরিশাল বাটাজোর বাজার হতে নিজ বাড়ীতে ভ্যান যোগে যাওয়া সময় বাটাজোর বাজারের পূর্ব পাশে রাবেয়া ফজলে করিম মহিলা কলেজের সামনে বাটাজোর-সরিকল রাস্তার পাশে পৌছিলে একটি বচ্চার কান্নার শব্দ শুনে ভ্যান থামিয়ে সামনে এগিয়ে দেখে যে, অজ্ঞাতনামা অনুমানিক ১দিন বয়সের একটি নবজাতক মেয়ে শিশু কে বা কাহারা ফেলে রেখে যায়। তখন পথচারী শাওন সরদার তার পরিচিত মোঃ আঃ হাকিম সরদার(৩৭), পিতা-সাহেব আলী,সাং-হরহর, থানা-গৌরনদী, জেলা- বরিশালকে মোবাইল ফোনের মাধ্যমে জানালে হাকিম সরদার দ্রুত গৌরনদী মডেল থানা পুলিশকে খবর
দেয়।খবর পেয়ে গৌরনদী মডেল থানায় কর্মরত এসআই শেখ শহীদুল,এএসআই হুমায়ুন, এএসআই আসাদুল,এএসআই আমিনুল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় বাচ্চাটিকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে হাসপাতালে ভর্তি করে রাখেন। বর্তমানে নবজাতক শিশুটি হাসপাতাল কর্তৃপক্ষের হেফাজতে আছে।