রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস – ২০২৪ উদযাপন,,

- আপডেট সময় : ১০:২৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ১১২ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার রিয়াজ মিয়া রূপগঞ্জ
আজ যথাযথ মর্যাদা শহীদ মহান স্বাধীনতা দিবস ২৬ শে মার্চ রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন হলো ।মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, নারায়ণগঞ্জের ১ আসনের সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক এমপি মহোদয়,, উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলার প্রশাসনিক কর্মকর্তা ইউনো মহোদয় জনাব আহসান মাহমুদ রাসেল, উপস্থিত ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নিলা,,আরো উপস্থিত ছিলেন সকল আওয়ামী লীগ নেতা ও রাজনীতিবিদ।
প্রতি বছর ২৬ মার্চ ইতিহাসের সবচেয়ে করুণ স্মৃতি নিয়ে আসে ২৫ মার্চের কালরাত। ১৯৭১ সালের এ রাত থেকে ৯ মাসের রক্তক্ষয়ী অগ্নিপরীক্ষার সূচনা হয়েছিল। পাকিস্তানি দখলদার বাহিনীর দমনপীড়নের পরিপ্রেক্ষিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে ধানমন্ডিতে ৩২ নম্বরে তার বাসভবন থেকে তৎকালীন ইপিআর (ইস্ট পাকিস্তান রাইফেলস) ওয়ারলেসের মাধ্যমে বাংলাদেশের ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা দেন।
দীর্ঘ ৯ মাসব্যাপী রক্তক্ষয়ী স্বাধীনতাযুদ্ধে এক সাগর রক্তের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি দখলদার বাহিনীর হাত থেকে মুক্তি অর্জন করে বাংলাদেশ। জন্ম লাভ করে একটি স্বাধীন রাষ্ট্র।