সংবাদ শিরোনাম :
পাকুন্দিয়ায় পিকআপ ভ্যানের চাপায় শিশুর মৃত্যু
নিজেস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০২:২২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪ ১৩৭ বার পড়া হয়েছে

সাব্বির হোসেন কিশোরগঞ্জ:-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পিকআপ ভ্যানের চাপায় শিশুর মৃত্যু ফাহাদ মিয়া (৭) বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার বিকেল সাড়ে ৪টার দিকে পাকুন্দিয়া-পুলেরঘাট সড়কের উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়ীয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ফাহাদ মিয়া পোড়াবাড়ীয়া এলাকার মাসুদ মিয়ার ছেলে।
জানা গেছে, পিকআপ ভ্যানটি পাকুন্দিয়ার দিক থেকে পুলেরঘাটের দিকে যাওয়ার সময় পোড়াবাড়ীয়া এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে শিশু ফাহাদ মিয়াকে চাপা দিলে ঘটনাস্থলের তার মৃত্যু হয়।
নারান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুছলেহ উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকাবাসী ঘাতক পিকআপ ভ্যান ও চালককে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে।


























