রংপুরে অপরাধ পর্যালোচনা সংক্রান্ত মাসিক সভা

- আপডেট সময় : ০২:১৬:২৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪ ২০৪ বার পড়া হয়েছে

সেলিম চৌধুরী,জেলা প্রতিনিধি, রংপুর:-
আজ ২৪ মার্চ ২০২৪ খ্রি. বেলা ১১:০০ ঘটিকায় “Cisco video conferencing system” এর মাধ্যমে মিনি কনফারেন্স রুমে, (পুরাতন) মাননীয় অ্যাডিশনাল আইজি (ক্রাইম এন্ড অপস্), বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা, জনাব মোঃ আতিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়ের সভাপতিত্বে, ফেব্রুয়ারি ২০২৪ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা অনুষ্ঠিত হয়।
সভায় উক্ত মাসের অপরাধ বিষয়ক পর্যালোচনা, সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা, মামলা তদন্ত ও বিচারের ফলাফল এবং সাজার হার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও উক্ত সভায় সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনা সমূহ ও বিবিধ বিষয়ে আলোচনা হয়।
উক্ত ভিডিও কনফারেন্সে আরপিএমপি হতে সংযুক্ত ছিলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার, জনাব মোঃ মনিরুজ্জামান, বিপিএম-বার, পিপিএম-বার। অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস), জনাব উত্তম কুমার পাল, পিপিএম। উপ-পুলিশ কমিশনার (ডিবি) (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান। উপ-পুলিশ কমিশনার (অপরাধ), জনাব মোঃ আবু মারুফ হোসেন, পিপিএম-সেবা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।