জামালপুরে ডিবি–১ এর অভিযানে ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ী আটক
- আপডেট সময় : ০৪:১২:০৩ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ ৮ বার পড়া হয়েছে

মোঃ শিহাব মাহমুদ জামালপুর বকশিগঞ্জ প্রতিনিধি:-
জামালপুর ডিবি–১ এর বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আটক ব্যক্তির নাম মোঃ রফিকুল ইসলাম (৪৮)। তিনি জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কুটামনি এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে।
জানা যায়, রফিকুল ইসলামের বিরুদ্ধে দুইটি জিআর গ্রেফতারি পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৭০ (সত্তর) পিস Tapentadol Tablets–100mg (Tapal) উদ্ধার করা হয়, যা আইন অনুযায়ী মাদকদ্রব্য হিসেবে শ্রেণিভুক্ত।
পুলিশ জানায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল এবং পরোয়ানাভুক্ত পলাতক আসামি হিসেবে তাকে খোঁজা হচ্ছিল।
আটক রফিকুল ইসলামের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।



















