পরশুরামে সদ্য পদায়নকৃত ইউএনও রেজওয়ানা চৌধুরী যোগ দিচ্ছেন না
- আপডেট সময় : ০৯:৩৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ১৯ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ স্টাফ রিপোর্টার ফেনী
ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্বে এসিল্যান্ড এসএম সাফায়াত আখতার নূর; প্রশাসনিক সমন্বয়ে এক সপ্তাহে তিনবার বদলি–স্থগিত
পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে সদ্য পদায়ন পাওয়া রেজওয়ানা চৌধুরী শেষ পর্যন্ত আর যোগদান করছেন না। প্রশাসনের অভ্যন্তরীণ সমন্বয়, পরিবর্তন ও হঠাৎ সিদ্ধান্ত পুনর্বিবেচনার কারণে তিনি দায়িত্ব গ্রহণ থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে। ফলে উপজেলা প্রশাসনের শীর্ষ পদটি সাময়িকভাবে শূন্য হয়ে পড়ায় ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব পালন করবেন বর্তমান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম সাফায়াত আখতার নূর।
রবিবার (৩০ নভেম্বর) বিকেলে বিদায়ী ইউএনও মোহাম্মদ মোশারফ হোসাইন আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব এসিল্যান্ডের কাছে হস্তান্তর করেন। মাত্র ১৫ দিন আগে পরশুরামে যোগদান করা মোশারফ হোসাইন প্রশাসনিক ব্যস্ততা ও বিশেষ বিবেচনায় আজ সকালে পরশুরাম ত্যাগ করেন।
এর আগে গত বুধবার রাতে কাজী তাহমিনা শারমিনকে পরশুরামের নতুন ইউএনও হিসেবে পদায়ন করা হলেও মাত্র দুই–তিন ঘণ্টার মধ্যেই জনপ্রশাসন মন্ত্রণালয় তার বদলির আদেশ স্থগিত করে। এরপর একই রাতে রেজওয়ানা চৌধুরীকে ইউএনও হিসেবে পদায়নের প্রজ্ঞাপন আসে। কিন্তু প্রশাসনের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে—তিনি পরশুরামে যোগদান করছেন না।
এ অবস্থায় উপজেলার চলমান প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন এসএম সাফায়াত আখতার নূর। এসিল্যান্ড হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি পরশুরামে সততা, আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি পরশুরাম পৌরসভার প্রশাসকের দায়িত্বও পালন করছেন। নতুন দায়িত্ব পাওয়ায় উপজেলার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।
প্রশাসনিক সূত্র জানায়, স্থায়ী ইউএনও পদায়ন না হওয়া পর্যন্ত এসএম সাফায়াত আখতার নূরই উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করবেন এবং চলমান সব প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।



















