বরিশালের টরকী বদর নিলখোলা আলহাজ্ব নূর মোহাম্মদ হাসপাতালে প্রশাসনের অভিযানে ভুয়া এমবিবিএস ডাক্তার আটক
- আপডেট সময় : ০৯:২১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে

মো: আশরাফ, বরিশাল ক্রাইম রিপোর্টার:
বরিশালের গৌরনদী উপজেলার টরকী বদর নিলখোলায় বেসরকারি আলহাজ্ব নূর মোহাম্মদ হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ভুয়া এমবিবিএস ডাক্তারকে আটক করা হয়েছে।
উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহিম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদি হাসানের নেতৃত্বে সোমবার (১ডিসেম্বর) রাতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে জানা যায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে হাসপাতালে ‘ডা. মোঃ আমিনুল ইসলাম’ নামে এমবিবিএস চিকিৎসক পরিচয়ে রোগী দেখছিলেন। তদন্তে তার আসল পরিচয় পাওয়া যায়—তার সত্যিকারের নাম মোঃ ফিরোজ ডাকুয়া, বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠিতে। তিনি কোনোভাবেই এমবিবিএস ডিগ্রিধারী নন।
প্রশাসন জানায়, ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড মানুষের জীবনের জন্য বিরূপ প্রভাব ফেলতে পারে উল্লেখ করে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ভুয়া চিকিৎসকের কর্মকাণ্ডে সাধারণ রোগীরা প্রতারিত হচ্ছিলেন। তার আটককে তারা স্বাগত জানিয়েছে। আটক ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হবে।



















