বকশীগঞ্জে কৃষক হত্যাকাণ্ডের মামলার গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০৫:০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ২১ বার পড়া হয়েছে

মো: শিহাব মাহমুদ,জামালপুর বকশীগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে কৃষক আব্দুল মালেক হত্যাকাণ্ডের মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং কড়া শাস্তি দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় মেরুরচর ইউনিয়নের বাগাডোবা গ্রামে স্থানীয় জনসাধারণের উদ্যোগে মানববন্ধনটি আয়োজন করা হয়। এতে নিহত কৃষকের পরিবার, নারী-পুরুষসহ বিভিন্ন পেশা ও শ্রেণি থেকে মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “একজন নিরীহ কৃষককে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা করা স্থানীয় সমাজ ও পরিবারকে গভীরভাবে ব্যথিত করেছে। কিন্তু এখনো মামলার আসামিরা গ্রেপ্তার না হওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।” তারা প্রশাসনের প্রতি দৃষ্টি নিক্ষেপ করে দ্রুত অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। এছাড়া, নিহতের পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথাও বলা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন নিহত কৃষক আব্দুল মালেকের ভাই আসলাম আলী, ছেলে খোরশেদ আলম, পরিবারের অন্যান্য সদস্য মাহফুজা বেগম, আব্দুস ছালাম, মোফাজ্জল হোসেন ও ফরিদ মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধি এবং ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য, গত ২১ নভেম্বর বিকেলে মরিচ ক্ষেতে পানি দেওয়ার ঘটনায় বাগাডোবা গ্রামের আবদুল মালেকের ওপর হামলা চালায় একই গ্রামের দুদু মিয়ার ছেলে বিল্লাল হোসেন, বিদুৎ মিয়া, তারা মিয়া, সিয়ামসহ আরও কয়েকজন। গুরুতরভাবে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয় আব্দুল মালেককে। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও সন্ধ্যার দিকে তিনি মৃত্যু বরণ করেন।
পরের দিন নিহতের ভাই আসলাম আলী বকশীগঞ্জ থানায় একাধিক ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তবে এখনো সব আসামি গ্রেপ্তার হয়নি, যা এলাকাবাসীর মধ্যে ক্রোধ ও উদ্বেগ সৃষ্টি করেছে।



















