পবিপ্রবিততে বহুমুখী গবেষণা ভিত্তিক কর্মশালায় অংশগ্রহনকারীদের সনদ পত্র বিতরন
- আপডেট সময় : ০২:২৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে

মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টার: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বহুমুখী গবেষণা ভিত্তিক কর্মশালায় অংশগ্রহনকারীদের সনদ পত্র ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের থিংকল্যাব রিসার্চ সোসাইটির আয়োজনে ক্যাম্পাসের ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে কর্মশালায় অংশগ্রহনকারী ১০০ জনকে সনদ পত্র প্রদান করা হয়। থিংকল্যাব রিসার্চ সোসাইটির উপদেষ্টা অধ্যাপক ড. মো. মামুন-উর-রশীদের সভাপতিত্বে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় শিক্ষার্থীদেরকে গবেষণায় উৎসাহিত করতে এক্সপার্ট প্যানেলদের মাধ্যমে গবেষণার গুরুত্ব তুলে ধরা হয়।
আন্ডার গ্রাজুয়েট শিক্ষার্থীদের গবেষণার সাথে সম্পৃক্ত করন, গবেষণার সুযোগ সৃষ্টি, গবেষণামূলক প্রজেক্টে শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি ও গবেষনা সহজলভ্য করার লক্ষ্যে বহুমুখী গবেষণা ভিত্তিক কর্মশালার আয়োজন করে থিংকল্যাব রিসার্চ সোসাইটি।
১১ দিনব্যাপী এ কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা দক্ষিণাঞ্চলে উদ্ভিদের উপর লবণাক্ততার চাপ, সেচকৃত জমি থেকে পিফাস (PFAS) দূষণ অপসারণ সহ বিভিন্ন বিষয়ে গবেষণার রিভিউ পেপার তৈরি করেছে। এরমধ্যে মানসম্পন্ন রিভিউ পেপার উপস্থাপনকারীগণ সরাসরি গবেষণা কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের শিক্ষার্থীদের এ কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ রয়েছে।



















