ফেনী সিটি গার্লস হাইস্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:২৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার;খেলাধুলা ও অধ্যয়নে উৎকর্ষ অর্জনকারী পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সম্মাননা প্রদান
“খেলাধুলায় জীবন হোক প্রাণবন্ত—অধ্যয়নই এগিয়ে থাকার মূলমন্ত্র” এই শ্লোগানকে সামনে রেখে ফেনী সিটি গার্লস হাই স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে বর্ণাঢ্য এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক কে বি এম শাহ জাহান সাজু। বিশেষ অতিথির আসন অলংকৃত করেন ইদ্রিস নাহার ট্রাস্টের সভাপতি মাওলানা ওমর ফারুক এবং ইঞ্জিনিয়ার মো. ইউছুপ।
সিনিয়র শিক্ষক আনোয়ার উল্যা ও নুরুল আফছার লিটু’র যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ এম. মামুনুর রশীদ।
অনুষ্ঠানে মেধা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ৫ শতাধিক শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। পুরস্কার বিতরণের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী আয়োজন শেষ হয়।


























