সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে তফসিলভুক্ত জমি থেকে ৫০টি মেহগনি গাছের চারা উপড়ে ফেলেছেদুর্বৃত্তরা থানায় অভিযোগ
নিজেস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:৫৩:১২ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি:
গত ২২নভেম্বর রাতের আঁধারে বাদী হাফিজ উদ্দিন তফসিলভুক্ত জমি যার জেল নাম্বার -৬৯.খতিয়ান নং – ৪৩০/৩১৪.দাগ নং-৪৫৯.জমির পরিমাণ -৪২শতক.
এর ভোগ দখলীয় জমি থেকে এলাকার বিবাদী. সাদিকুল. সোহাগ শান্ত গং হাফিজ উদ্দিনের রোপনকৃত ৫০টি বনজ মেহগনি চারা উপরে ফেলে বিনষ্ট করেছে। যার মূল্য আনুমানিক ২০ হাজার টাকা। এ ঘটনায় বাদী হাফিজ উদ্দিন ঐদিনই তিনজনের বিরুদ্ধে গত-২২ নতেম্বর রাতে একটি অভিযোগ আনয়ন করেন। সেই অভিযোগের ভিত্তিতে থানার এস আই মুরাদ. আজ ২৪নভেম্বর দুপুরের দিকে ঘটনাস্থল তদন্ত করেছেন. এ বিষয়ে এসআই মুরাদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন. ঘটনাস্থল তদন্ত করা হয়েছে সত্যতা পেলে নেওয়া হবে।




















