হরিপুরে ইউনিয়ন সিএসও’র লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৫১:০৭ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ১৮ বার পড়া হয়েছে

গোলাম রব্বানী, হরিপুর প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুরে,হরিপুর প্রেসক্লাবে আব্দুর রশিদের সভাপতিত্বে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে ইউনিয়ন সিএসও’র লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। হোপ প্রকল্পের আয়োজনে ইউনিয়ন সিএসও’র লাইভস্টক সংলাপ সভায় উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ, উপজেলা প্রাণিসম্পদ অফিসের প্রতিনিধি এ আই টেকনেশিয়ান মো. মাইনুল হক ইউনিয়ন পরিষদের মেম্বার ও সিএসইও’র সদস্যরা।
সোমবার( ২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১:০০ টায় নেটজ বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় বি এম জেড এর অর্থায়নে হোপ প্রকল্পে ইউনিয়ন সিএসও’র লাইভস্টক সভা অনুষ্ঠিত হয়।
নির্যাতিত মানুষের পাশে দাড়িয়ে সিএসও যেমন মানুষের সেবা করছেন, তেমনিভাবেই গরু, ছাগল হাঁস মুরগির ও গৃহপালিত গবাদি পশু প্রাণি যেন বড়ো কোনো দূর্ঘটনায় প্রাণহানি যেন না ঘটে সেদিকে ও লক্ষ্য রাখছেন ।এ সম্পর্কে বিস্তারিত মুক্ত আলোচনা হয়েছে।পাশাপাশি গবাদি পশু পালন ও রোগব্যাধি হতে সুস্থ থাকার লক্ষ্যে সিএসও কাজ করে যাচ্ছেন।
স্কুল ফেসিলিটেটর মো. মনিরুজ্জামান (পাইলট) বলেছেন- লাম্ফিতে মানুষ গরু এবং টাকা দুটোই হারাচ্ছে । তাই আমাদের কে সচেতনতা অবলম্বন করতে হবে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্কুল ফেসিলিটেটর মো. মনিরুজ্জামান (পাইলট) হোপ প্রকল্প ঠাকুরগাঁও।
আলোচনা শেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সভায় আলোচিত বিষয় কাজে বাস্তবায়নের লক্ষ্যে সভার সমাপ্তি ঘোষনা করেন সিএসও’র সদস্য মো. আব্দুর রশিদ ।




















