স্থানীয় স্বাস্থ্য সংবাদ ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন দন্ত সেবা শুরু
- আপডেট সময় : ০৩:২৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার ফেনী:
ফুলগাজী, ফেনী – আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন নিয়মিতভাবে দন্ত বিশেষজ্ঞ ডেন্টাল সার্জন ডাঃ শাম্মি আক্তারের মাধ্যমে দাঁতের সেবা প্রদান করা হচ্ছে। সম্প্রতি নতুন সেবা হিসেবে যুক্ত হয়েছে স্কেলিং (দাঁতের পাথর পরিষ্কার)।
দৈনন্দিনভাবে রোগীরা বিভিন্ন ধরনের দাঁতের সমস্যা নিয়ে পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে পারছেন। আমাদের দন্ত বিভাগে প্রদান করা হচ্ছে:
দাঁতের ব্যথা ও মাড়ির সমস্যার চিকিৎসা
দাঁত তোলা
স্কেলিং (দাঁতের পাথর পরিষ্কার)
শিশুদের দাঁতের সমস্যা
মুখগহ্বরজনিত অন্যান্য রোগের পরামর্শ
প্রয়োজনীয় ওষুধ সরবরাহ
দাঁতের স্বাস্থ্যবিধি বিষয়ে পরামর্শ
ডাঃ মোঃ গোলাম কিবরিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বলেন, “যেকোনো ধরনের দাঁতের ব্যথা, মাড়ির প্রদাহ বা মুখগহ্বরজনিত সমস্যা হলে দেরি না করে আমাদের Dental Unit-এ এসে সেবা গ্রহণ করুন। আপনাদের সুস্বাস্থ্যই আমাদের অঙ্গীকার।”
ফুলগাজীর জনগণ এখন আরও স্বাচ্ছন্দ্যে ও দক্ষভাবে দাঁতের যত্ন নিতে পারছেন।


























