রাণীশংকৈলে অসহায় পরিবারের মাঝে ৫০টি টিউবওয়েল বিতরণ
- আপডেট সময় : ০৮:৫৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে

মুক্তারুল ইসলাম মুক্তার,রাণীশংকৈল প্রতিনিধ:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার ৫ নং ওয়ার্ডে গরিব ও অসহায় পরিবারের মাঝে ৫০টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে দক্ষিণ ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাণীশংকৈল উপজেলায় দুস্থ মানুষের সহায়তায় একটি সৌদি আরবভিত্তিক দাতা সংস্থা নিয়মিত বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের ব্যবস্থাপনাতেই আজকের টিউবওয়েল বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা আনিসুর রহমান। উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শাহজাহান আলী, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাশিম, পৌর ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুর রহমান, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তারুল ইসলাম মুক্তার, পৌর জিয়া পরিষদের সভাপতি শরিফ উদ্দিন মাস্টার, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মমিনসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, নিরাপদ পানির সংকটে থাকা মানুষের পাশে দাঁড়াতে দাতা সংস্থাটির ভূমিকা প্রশংসনীয়। তারা ভবিষ্যতেও এই সংস্থার জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
সংস্থার কর্মকর্তা হাফেজ আনিসুর রহমান জানান, মানবিক সহায়তার এই উদ্যোগ চলমান থাকবে। টিউবওয়েল পেয়ে উপকারভোগীরা তার ও সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানান।




















