রুপগণ্জের টেকনোয়াদ্দায় সৈয়দ বাড়ি জামে মসজিদে ১৩ তম তারাবির নামাজ অনুষ্ঠিত হলো

- আপডেট সময় : ০৫:০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪ ১১৫ বার পড়া হয়েছে

রাশেদুল ইসলাম:
ক্রাইম রিপোর্টার-রুপগন্জ,নারায়ণগঞ্জ।
নারায়ণগণ্জের রুপগণ্জ ইউনিয়নের , টেকনোয়াদ্দা গ্রামে সৈয়দ বাড়ি জামে মসজিদে প্রতি রমজানের মতো এই রমজানে ও পর্দা সহকারে দলে দলে মহিলা মুসল্লিগণ জামায়েতের সাথে তারাবির নামাজ আদায় করেছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জনাবা,হাজ্বি লতুফা বেগম বলেন,এই রুপগণ্জে আমি সর্বপ্রথম মহিলাদের জন্য জামাতের সাথে পর্দার সাথে জুমার নামাজ ও তারাবির নামাজের ব্যবস্থা নিয়েছি। আমি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষে এই সৈয়দ বাড়ি জামে মসজিদ প্রতিষ্ঠা করেছি।
তাছাড়া,আমি মক্কা মদিনায় গিয়ে আল্লাহর কাছে একটাই প্রার্থনা করেছি,হে আল্লাহ আপনি এই সৈয়দ বাড়ি জামে মসজিদ টি গায়েবি মুসল্লি দিয়ে মসজিদ টি পরিপূর্ণ করে দিয়েন। আল্লাহ পাক আমার মনের নেক আশা পূর্ণ করে দিয়েছেন। এখন উক্ত মসজিদের গুম্বজের কাজটি বাকি আছে,কোন মুসলমান জদি নির্মাণ কাজে শরীক হতে চান, তাহলে দুনিয়াবী জীবনে ও আখিরাতেও ভালো থাকবেন ।আমিন।