আন্তর্জাতিক নারীদিবস উপলক্ষে নারীর ক্ষমতায়ন(উই)প্রকল্পের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
- আপডেট সময় : ১২:৫৮:২৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪ ১২৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
যশোর মণিরামপুরে নারীর ক্ষমতায়ন (উই) প্রকল্প ইউরোপিয়ান ইউনিয়ন ও ট্রেইডক্রাফট্ এক্সচেঞ্জ এর অর্থায়নে উলাসী সৃজনী সংঘ বিকাশ বাংলাদেশ ও ট্রেইডক্রাফট্ এক্সচেঞ্জ বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে উপজেলা সমাজ সেবা অফিসার রোকনুজ্জামানের সঞ্চালনায়,
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর (৫) মণিরামপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব এসএম ইয়াকুব আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম,স্বাগত বক্তব্য রাখেন উলাসি সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মণি,ঝাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক মন্টু,।
উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মৌসুমি আক্তার সহ মণিরামপুর উপজেলা বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা বৃন্দ, এছাড়া উপজেলা এসোসিয়েশনের সভাপতি
নাজমা খাতুন, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বন্যা দাশ সহ অন্যান্য সদস্য বৃন্দ।
সার্বিক দায়িত্ব পালন করেন নারীর ক্ষমতায়ণ প্রকল্পের রিজিওনাল কো-অর্ডিনেটর জনাব হারুন -অর রশীদ,ও উপজেলা ফিল্ড কো-অর্ডিনেটর সোনিয়া বিশ্বাস।

























