ফেনী মডেল থানার ওসির সঙ্গে মানবাধিকার সংগঠনের সৌজন্য সাক্ষাৎ
- আপডেট সময় : ১২:৩৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫ ৫১৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টারঃ বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৫ মানবাধিকার রক্ষায় পুলিশ–সংগঠন সমন্বয়ের অঙ্গীকার।ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা ফেনী জেলা জোনের পরিচালক আবুল কাশে সাহেব বৃহস্পতিবার রাত ৯টার দিকে থানায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সংস্থার ফেনী সদর ইনভেস্টিগেশন ব্রাঞ্চের কো-অর্ডিনেটর মোহাম্মদ হানিফ সাহেব
সদস্য মোহাম্মদ শহিদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, অ্যাডভোকেট রোকসানা আক্তার, মোহাম্মদ উসমান, নুর হোসেন ও মোহাম্মদ ইলিয়াস প্রমুখ।
আলোচনায় ফেনী জেলার সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি, সামাজিক নিরাপত্তা ও আইনি সহায়তা কার্যক্রম নিয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়। বক্তারা বলেন, প্রশাসন ও মানবাধিকার সংগঠনের সমন্বিত প্রচেষ্টাই নাগরিক অধিকার সুরক্ষা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখবে।
ওসি মোহাম্মদ শামসুজ্জামান বলেন, “মানবাধিকার রক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় মানবাধিকার সংগঠনগুলোর পাশে আছে। ন্যায়সঙ্গত প্রয়াসে আমরা পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত।”
অন্যদিকে, সংস্থার পরিচালক আবুল কাশেম বলেন, “মানবাধিকার সংরক্ষণে পুলিশের সহযোগিতা আমাদের কার্যক্রমকে আরও গতিশীল করবে। আমরা আইন ও প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করে ফেনী জেলাকে মানবাধিকার-বান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে চাই।”
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ মানবাধিকার সংরক্ষণ, সামাজিক নিরাপত্তা বৃদ্ধি ও আইনি সহায়তা কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান ও আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা ফেনী জেলা জোনের পরিচালক আবুল কাশেম সাক্ষাৎ শেষে করমর্দন করছেন।
























