লেমুয়া মধ্যম চাঁদপুর ফুরফরা শরীফ কর্তৃক পরিচালিত মাদ্রাসার মুহতামিম মাওলানা জুলফিকার সাহেব ওমরাহ সফরে রওনা
- আপডেট সময় : ০৭:৩৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার ফেনী;দরবার কর্তৃপক্ষ ও অনুগত মুসল্লিদের কাছে দোয়ার আবেদ
ফুরফুরা (কিশোরগঞ্জ) থেকে – দরবারে ফুরফুরা শরীফের প্রধান খলিফা মরহুম আলহাজ্ব আবুল বাসার জিহাী (ওস্তাদ হুজ্বর ছোট সাহেব জাদা) খানকায়ে ফুরফুরা শরীফ পরিচালিত আল জামিয়াতুল সিদ্দিকীয়া ছদরীয়া আনসারীয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম মাওলানা আবু জাফর জুলফিকার সাহেব সম্প্রতি ওমরাহ সফরের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
হুজ্বর সময়ের সীমাবদ্ধতার কারণে লেমুয়া বাসীর সঙ্গে দেখা করতে পারেননি। সফরের আগে হুজ্বর অনুরোধ করেছেন, লেমুয়া বাসীসহ সকল অনুসারী ও শুভানুধ্যায়ীদের দোয়া করতে যেন আল্লাহ পাক হুজ্বরের ওমরাহ কবুল করুন।
ফুরফুরা শরীফের পক্ষ থেকে জানানো হয়েছে, হুজ্বরের সুস্থ ও নিরাপদ যাত্রা ও ওমরাহর সফলতা কামনা করে সকল মুসল্লিদের কাছে দোয়ার আবেদন করা হয়েছে।
কোটেশন:
হুজ্বর বলেন, “আপনারা সবাই আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ পাক এই ওমরাহ কবুল করুন।”

























