বিপ্লব ও সংহতি দিবস পালনে পবিপ্রবিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৫৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ১২ বার পড়া হয়েছে

মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টারঃ ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ইউট্যাব ও জিয়া পরিষদের উদ্যোগে (৪ নভেম্বর) সকাল ১০টায় এক প্রস্তুতিমূলক সভা বিশ্ববিদ্যালয় কৃষি অনুষদ কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ইউট্যাব পবিপ্রবি ইউনিট সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মামুন অর রশিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউট্যাব সাধারণ সম্পাদক ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এস. এম হেমায়েত জাহান,নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের ডিন প্রফেসর মো: শহিদুল ইসলাম, সিএসই অনুষদের ডিন প্রফেসর ড.মো: খোকন হোসেন, সয়েল সায়েন্স বিভাগের প্রফেসর ড.মো: কবিরুল ইসলাম, এগ্রোফরেস্ট্রি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.মো: মাসুদুর রহমান, এগ্রিকালচার ক্যামেস্ট্রি বিভাগের প্রফেসর ড.মো: মো:নিজাম উদ্দিন, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ,আরটিসির উপপরিচালক মো: জাহিদ আল মামুন,জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট সভাপতি মো: আবুবকর সিদ্দিক,সাধারণ সম্পাদক হাচিব মোহাম্মদ তুষার,পবিপ্রবি ছাত্রদলের সভাপতি সোহেল রানা জনি,ছাএদলের নেতা আব্দুল্লাহ আল নাহিদ, কর্মচারী প্রতিনিধি মো: মাহবুবুর রহমান, মো:মোশারেফ হেসেন প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।



















