কাঠালিয়ায় বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভায় গোলাম আজম সৈকত
- আপডেট সময় : ০২:৩১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫ ৯৮ বার পড়া হয়েছে

মোঃ কামরুল হাসান রানা,ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ৬ নং আওরাবুনিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা শীর্ষক আলোচনা সভা ও ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩ নভেম্বর) বিকেলে ইউনিয়ন এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা জননেতা গোলাম আজম সৈকত। তিনি বলেন, তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকারের সংগ্রামের রূপরেখা। আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে মাঠে থাকতে হবে।
এসময় আলোচনা ও প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মিজানুর রহমান আকন, সাবেক সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন কিসলু সিকদার, সাবেক সহ-সভাপতি খায়রুল ইসলাম খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান ফুল, সেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার সহ-সভাপতি গোলাম কবির, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুল মালেক তালুকদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন পান্না মুন্সী, উপজেলা মহিলা দলের সভানেত্রী লীনা পারভীন এবং জিয়া মঞ্চ কাঠালিয়া উপজেলার সভাপতি এইচ এম বাদল প্রমুখ।
বক্তারা বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ফিরিয়ে আনা ও ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থেকে নির্বাচনী মাঠে কাজ চালিয়ে যেতে হবে।


















