অসহায় এক ভাইয়ের জন্য ইলেকট্রিক হুইলচেয়ার সহায়তার আবেদন
- আপডেট সময় : ১১:৫৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ,স্টাফ রিপোর্টার ফেনী:মানুষ মানুষের জন্য, জীবন জীবিকার জন্য—এই মানবিক স্লোগানকে সামনে রেখে এক অসহায় ভাইয়ের জন্য জরুরি সহায়তার আবেদন জানিয়েছেন ফেনী জেলার ছাগলনাইয়া এলাকার স্থানীয় মানবাধিকারকর্মীরা।
জানা যায়, ছাগলনাইয়া উপজেলার এক ব্যক্তি এক দুর্ঘটনায় একটি পা হারিয়ে দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অক্ষম অবস্থায় জীবনযাপন করছেন। দুই সন্তান ও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়া সত্ত্বেও বর্তমানে তিনি চরম অসহায় অবস্থায় আছেন। তার চলাচলের জন্য একটি ইলেকট্রিক হুইলচেয়ার অত্যন্ত জরুরি হয়ে পড়েছে, কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে তিনি নিজে এটি কিনতে পারছেন না।
এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা, ফেনী জেলা জোন উদ্যোগ নিয়েছে তাকে সহায়তা করার। সংস্থার পরিচালক জনাব আবুল কাশেম এবং ইনভেস্টিগেশন ব্রাঞ্চের কো-অর্ডিনেটর জনাব মোঃ হানিফ বলেন,
“আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে ভাইটিকে সাহায্য করার চেষ্টা করছি। যদি কোনো হৃদয়বান ব্যক্তি বা প্রবাসী ভাই-বোন এগিয়ে আসেন, তাহলে এই অসহায় মানুষটির জীবন কিছুটা হলেও সহজ হবে।”
তারা আরও জানান, প্রয়োজনে সব রেফারেন্স ও নথিপত্র সংস্থার পক্ষ থেকে সরবরাহ করা হবে।
সহায়তা দিতে ইচ্ছুক ব্যক্তিদের অনুরোধ করা হয়েছে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করতে:
📞বিকাশ ০১৮৬৭৫৩০২৫৫ /WhatsApp _ ০১৭৭৬৫৬৭১৩১
মানবতার এই আহ্বানে সমাজের বিত্তবান ও প্রবাসী ভাই-বোনেরা যদি এগিয়ে আসেন, তাহলে এক অসহায় মানুষের জীবন আবারও স্বাভাবিক গতিতে ফিরে আসবে—


















