ঐতিহ্য বাহী জমিদার বাড়ী আজ ময়লা আবর্জনায় পরিত্যাক্ত পরিবেশ দুষনের হুমকি
- আপডেট সময় : ০৬:৫৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ১২ বার পড়া হয়েছে

মোঃ আঃ কুদ্দুস খান,মঠবাড়ীয়া পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার ৯ নং সাপলেজা ইউনিয়নের ঐতিহ্যবাহী কুটির বাড়ী।২০০ বৎসরের বৃটিশ শাসন আমলের প্যারি ক্যাশপার্স সাহেবের বসবাসের ও জনগনের কাছ থেকে খাজনা আদায় সহ শাসন শোষনের স্হান ছিল এই কুটির বাড়ী।বৎসরে ২/৩ বার এসে এই কুটির বাড়ী অবস্হান করে খাজনা আদায় করে চলে যেতেন।১৯৪৮ ইং সালে বৃটিশ শাসনের অবসানের পর এই কুটির বাড়ীটি ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষ বহন করে এই ভবন,ঘাটলা,পুকুর,
আরদালী,চাপরাশীর থাকার জড়াজীর্ন ভবন।
বর্তমানে এই কুটির বাড়ীটিতে ভূমি অফিস অবস্হিত থাকলেও নেই কোন তদারকি।এখানে লক্ষ লক্ষ টাকা জমির খাজনা আদায় করা হলে ও নেই কোন তদারকি।অস্হিত্ব বিহীন বেওয়ারিশ বাড়ী হিসেবে এই বাড়ীটির কেউ কোন তদারকি করিতেছে না।
বাৎসরিক কোটি কোটি টাকা আূায় হলেও প্রশাসন এই বাড়ীটির রক্ষনাবেক্ষন না করে দিন দিন অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে।এই বাড়ীটির চার পাশে রয়েছে একটি লেক। তার পাশে রয়েছে সাপলেজা টু নলীর জনগন চলাচলের রাস্তা।এই লেকটিতে প্রতিদিন ময়লা,আবর্জনা,লেট্রিনের পাইপ,মৃত্যু জীব জন্তু ফেলে মারাত্মক পরিবেশ দুষন করতেছে কতিপয় বাড়ীওয়ালারা।রাস্তার পাশ দিয়ে চলা যেন এক মরন ফাদ।শ্বাস প্রাশাস নেওয়া দুস্কর হয়ে পরতেছে এলাকা বাসীরা।
বিষয়টি নিয়ে উর্ধতন কর্তৃপক্ষকে ফোন করলে কর্তৃপক্ষ ফোন রিসিভ না করে বিষয়টি এড়িয়ে যাচ্ছে।আগামী শুস্ক মৌসুমে এই কুটির বাড়ীর পরিবেশ মারাত্মক দুষন হয়ে এলাকা বাসীরা মারাত্মক মরনব্যাধীতে আক্রান্ত হতে পারে।



















