ভারতীয় শাড়ি বোঝাই পিকআপের ধাক্কায় নিহত ও ভারতীয় পণ্য জব্দের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
- আপডেট সময় : ০৩:৫৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ৩২ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ,স্টাফ রিপোর্টার:
ভারতীয় শাড়ি বোঝাই দ্রুতগামী একটি পিকআপের ধাক্কায় গত রবিবার ভোরে সিএনজি চালক মাইফুল ইসলাম রকি (১৮) নিহত ও তিনজন আহতের ঘটনায় এবং সাড়ে ৪৩ লাখ টাকা মূল্যের এক হাজার ৫৪০ পিস ভারতীয় শাড়িসহ পিকআপ জব্দের ঘটনায় পুলিশ কর্মকর্তা বাদী হয় ফুলগাজি থানায় একটি মামলা দায়ের করেছেন।
এসআই কাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাদী হয়ে রবিবার রাতে বিশেষ ক্ষমতা আইনে ৯৭৪ এর (বি) ধারায় পরশুরাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তারেক হোসেন (৩০)কে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে ফুলগাজী থানায় একটি মামলা দায়ের করেছেন।
অন্যান্য আসামিরা হলেন পরশুরামের সাতকুচিয়া গ্রামের আবুল হাসেমের ছেলে ফজলুল হক করিম (৩৫), ছাগলনাইয়ার দেবপুর এলাকার সৈয়দুর রহমানের ছেলে সাবেক মেম্বার ফরিদ আহাম্মদ,
ফুলগাজীর খেজুরিয়ার আব্দুল মান্নানের ছেলে মোঃ রাজু (৩০),
একই গ্রামের টিপু (৩২),
ছাগলনাইয়ার দক্ষিণ মতুয়ার আব্দুল মালেকের ছেলে মোহাম্মদ এমরান হুজুর, ফুলগাজীর বসন্তপুর এলাকার শিপন মিয়ার ছেলে শাকিল আহাম্মদ (২৩), মোঃ শাহিনুর ইসলাম (২৫), একই এলাকার মহি উদ্দিনের ছেলে জাহিন মিয়া (২৫) ফুলগাজীর খেজুরিয়া এলাকার আবু তাহেরের ছেলে আরিফ হোসেন (৩০),ফুলগাজীর দেবীপুর
হুনা মিয়ার জুয়েল (৩০)।
গত রবিবার (২৬ অক্টোবর) ফেনীর ফুলগাজী উপজেলা গজারিয়া বাজারে সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সিএনজি চালক রকি পরশুরাম উপজেলার বক্সমাহমুদ এলাকার মোহাম্মদপুর গ্রামের মজু মিয়ার ছেলে। আহতরা তিনজনে একই পরিবারের।
তারা ডাক্তার দেখানোর জন্য চট্টগ্রামের উদ্দেশ্যে রাওনা করেছিলেন।
ফুলগাজী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ১১ জনের বিরুদ্ধে মামলার সত্যতা নিশ্চিত করেছেন।




















