বাইয়্যিনাহ মাদ্রাসায় গাছের চারা বিতরণ করেছে অনুপ্রেরণা একটি সামাজিক সংগঠন নীলফামারী
- আপডেট সময় : ১১:৪৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ১৩৩ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধি:পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ আন্দোলনকে বেগবান করতে “অনুপ্রেরণা একটি সামাজিক সংগঠন, নীলফামারী” এর উদ্যোগে বাইয়্যিনাহ মাদ্রাসা, নীলফামারীতে ৫০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার সকালে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাকিল ইসলাম, প্রতিষ্ঠাতা সভাপতি, অনুপ্রেরণা একটি সামাজিক সংগঠন নীলফামারী ও প্রতিষ্ঠাতা, নীলফামারী লোকাল ইয়ুথ অরগানাইজেশন এসোসিয়েশন (NLYOA)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক, অনুপ্রেরণা একটি সামাজিক সংগঠন নীলফামারী এবং মো: রাকিবুল ইসলাম রোহান, প্রতিষ্ঠাতা, নব নীল ফাউন্ডেশন নীলফামারী।
এসময় বাইয়্যিনাহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে পরিবেশ সংরক্ষণ অত্যন্ত জরুরি। ছোট ছোট উদ্যোগই পারে একটি সবুজ ও টেকসই পৃথিবী গড়তে বড় ভূমিকা রাখতে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয় এবং সবাইকে নিয়মিত গাছের যত্ন নেওয়ার আহ্বান জানানো হয়।
ইয়ুথ পার্টনার:
অনুপ্রেরণা একটি সামাজিক সংগঠন, নীলফামারী
নব নীল ফাউন্ডেশন, নীলফামারী
নীলফামারী লোকাল ইয়ুথ অরগানাইজেশন এসোসিয়েশন (NLYOA)
আয়োজনে:
অনুপ্রেরণা একটি সামাজিক সংগঠন, নীলফামারী




















