পিরোজপুর ৩ মঠবাড়ীয়া বিএনপির মনোনয়ন প্রত্যশী সাইদুর রহমান লিংকনের সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা

- আপডেট সময় : ০৫:৩৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে

মোঃ আঃ কুদ্দুস খান, বিশেষ প্রতিনিধি মঠবাড়ীয়া পিরোজপুর:
পিরোজপুর ৩ মঠবাড়ীয়ায় আগামী ত্রেয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যশী সাইদুর রহমান লিংকনের মঠবাড়ীয়ায় সাবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠীত হয়।
মঠবাড়ীয়া উপজেলা প্রেসক্লাবে গত ২৮/১০/২৫ ইং তারিখ মঠবাড়ীয়ার জাতীয়,দৈনিক পত্রিকার সকল সাংবাদিক বৃন্দ তখন উপস্থিত ছিলেন।
সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের জবাবে লিংকন জানান।
কর্ম জীবনে তিনি বরিশালে থাকলে ও দলের দুর্দিনে সাধ্য অনুযায়ী কর্মীদের সাহায্য সহযোগীতা করে আসছেন। দাউদখালী ইউনিয়নে তার জন্ম।তার দাদা,বাবা রাজনীতির সাথে জড়িত বিধায় সে ও রাজনীতি,সমাজ সেবার সাথে থাকতে চায়।
কর্ম জীবনে বরিশাল আইনজীবি সমিতির সভাপতি,পিপি জজকোর্ট বরিশাল সাধ্য অনুযায়ী সাহায্য সহযোগীতা করেছেন।আগামীতে তিনি মঠবাড়ীয়ার মাটি ও মানুষের সাথে থাকতে চান।দলের সিদ্ধান্ত চুড়ান্ত দল যাকে মনোনয়ন দিবে তার হয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেন তিনি।