সংবাদ শিরোনাম :
হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় ভর্তি লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি, মোস্তফা মনোয়ারুল ইসলাম হ্যাপি
নিজেস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:৩৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ২৫৪ বার পড়া হয়েছে

সুলাইমান কবির রাব্বি, জেলা প্রতিনিধি, যশোর:রবিবার সন্ধ্যা ৭ টার দিকে নিজ বাসায় অবস্থান করার সময় হঠাৎ অসুস্থতা অনুভব করেন। তৎক্ষণিক যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে করোনারি কেয়ার ইউনিটে প্রাথমিক চিকিৎসা নেন। তারপর চিকিৎসক উন্নত চিকিৎসার পরামর্শে প্রদান করলে, উন্নত চিকিৎসার জন্য ঢাকা হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানো হয়।
এই সময়ে যশোর সদর হাসপাতালে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জননেতা অনিন্দ্য ইসলাম অমিত। তিনি নিজে উপস্থিত থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
তাছাড়া যশোর সদর হাসপাতালে উপস্থিত থেকে উন্নত চিকিৎসার জন্য সার্বিক সহযোগিতা করেন, যশোর সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম আজাদ।
তার অসুস্থতায় তার পরিবার ও রাজনৈতিক সহকর্মী’রা সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।


























