রাজাপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শ্রেষ্ঠ শিক্ষকদের ভাবনা বিষয়ক সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৫:৩৮:২১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ৪২ বার পড়া হয়েছে

মোঃ কামরুল হাসান রানা,রাজাপুর,ঝালকাঠী:ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার উত্তর পিংড়ির কবি জীবনানন্দ দাশ সংগ্রহশালা ও পাঠাগারের হলরুমে অনুষ্ঠিত হয়েছে জেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে “শ্রেষ্ঠ শিক্ষকদের ভাবনা বিষয়ক আলোচনা সভা, মিলনমেলা ও সম্মাননা স্মারক প্রদান” অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন। সভাপতিত্ব করেন ৩০ নং রাজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহমুদা খানম।
এসময় বক্তব্য রাখেন নাজমুল হায়দার বাদল, আবুল কাসেম, মো. হাসানুজ্জামান, শাহানা মিলা, শাহনাজ ইয়াসমিন, নাজমুল ইসলাম, বিজন ব্যাপারি, শাকিল আহম্মেদ, নূরুন্নাহার, নাসরিন বিনা, দেবব্রত, মাহামুদা, নাজমুল হাসান, কামরুল হাসান, পারভেজ মাহমুদ, উম্মে কুলসুম, জাহাঙ্গীর, সামমী আক্তার দীপা ও ইসরাত ফেরদৌস। অনুষ্ঠানে জেলার বিভিন্ন বিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক পর্যায়ে শিক্ষকদের ভূমিকা ও নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মনন গঠনে কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানটি প্রাথমিক শিক্ষকদের মাঝে মিলনমেলার আবহ সৃষ্টি করে, যা ভবিষ্যতে শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন বক্তারা।