সোনাগাজী পৌরসভায় নারীর ক্ষমতায়নে ধানের শীষের প্রচারনা শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়

- আপডেট সময় : ০৯:২২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ ২১ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার ফেনী;সোনাগাজী পৌরসভা বিএনপির উঠান বৈঠক ও গণসংযোগ করা হয়।সোনাগাজী পৌরসভা ০৮নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নে নারীর ক্ষমতায়নে ধানের শীষের প্রচারনা শীর্ষক উঠান বৈঠক ও গণসংযোগ বৃহস্পতিবার বিকালে
চরগনেশ হানিফ মিয়ার বাড়ীর উঠানে অনুষ্ঠিত হয়েছে।
সোনাগাজী পৌরসভা মহিলা দলের আহবায়ক মনিহার বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভা বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর, প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব নিজাম উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক এয়াছিন কমিশনার, পৌরসভা বিএনপি নেতা রফিকুল ইসলাম, সোনাগাজী উপজেলা মহিলা দলের আহবায়ক কামরুন্নেছা কনা, পৌরসভা মহিলা দলের আহবায়ক মনিহার বেগম, সদস্য সচিব রোজিনা আক্তার।
বক্তব্য রাখেন পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মাইন উদ্দিন,
পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব রহমতুল্লাহ সাহিন, যুগ্ন আহবায়ক আমির হোসেন রাফসান, পৌরসভা শ্রমীক দলের সদস্য সচিব এমরান হোসেন, পৌরসভা মৎস্যজীবী দলের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মহিউদ্দিন, পৌরসভা যুবদল নেতা নুর আলম জিকু।
এসময় শতাধিক নারী কর্মি সহ নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।