আগৈলঝাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৬:৫২:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ ৪২ বার পড়া হয়েছে

মো:আশরাফ, বরিশাল ক্রাইম রিপোর্টার:বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উপলক্ষে র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।”হাতের পরিচ্ছন্নতা রক্ষা করি,রোগ প্রতিরোধ অভ্যাস গড়ি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো:বায়জিদ সরদার সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এস.এম.আবুল কালাম আজাদ। এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, উপজেলা শিক্ষা অফিসার মো.আমজাদ হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস সহকারী মো.কামিম হোসেন মেকানিক মো আল আমিন,সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সভায় বক্তারা বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে অনেক সংক্রামক রোগ প্রতিরোধ করা সম্ভব।