দেবহাটা কলেজে পরিমাল কৃষ্ণ সানার বিদায় সংবর্ধনা

- আপডেট সময় : ০৭:১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে

জি এম আব্বাস উদ্দিন,সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ- দেবহাটা উপজেলার দেবহাটা সদর ইউনিয়নে দেবহাটা কলেজের পক্ষ থেকে জ্যৈষ্ঠ প্রভাষক পদার্থবিজ্ঞান পরিমল কৃষ্ণ সানার বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১৪ ই আগস্ট মঙ্গলবার দুপুর ১২টার সময় দেবহাটা কলেজ কক্ষে প্রভাষক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং প্রভাষক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলমগীর হোসেন উপ-সচিব মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বি এনপির সদস্য,দেবহাটা উপজেলা বি এনপির সভাপতি প্রার্থী ও দেবহাটা কলেজের সভাপতি মহিউদ্দিন সিদ্দিকী ও বি এনপির নবনির্বাচিত সভাপতি নওপাড়া ইউনিয়ন রাজু আহমেদ।
উপস্থিত ছিলেন উক্ত কলেজের সকল শিক্ষক ও শিক্ষিকাগণ। প্রধান অতিথি উপসচিব আলমগীর হোসেন কলেজটির উন্নয়নের জন্য সার্বিক সহযোগিতা করবে বলে আশ্বাস দেন এবং তিনি বলেন আমি যতদিন চাকরি জীবনে আছি এলাকার উন্নয়নের জন্য একান্ত ভাবে চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। আমি বিভিন্ন মসজিদ মাদ্রাসা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য একটা ফাইল নিজে এসে দেবহাটা ইউএনও মিলন সাহা মহোদয়ের কাছ থেকে সকল কাগজে স্বাক্ষর করে নিয়েছি। তিনি ইউএনও মহোদয় কে ধন্যবাদও দেন, এবং বলেন এতগুলি কাগজ স্বাক্ষর করেছেন কিন্তু অধৈর্য নেই হাসিমুখে আমার কাগজগুলো সব স্বাক্ষর করে দিয়েছেন। আমার আম্মাজান দুই মাস আগে পৃথিবী ছেড়ে চলে গেছে আমি তার ছোট ছেলে মায়ের কবর জিয়ারতের জন্য এসেছি আবারো মাঝে মাঝে আসব এবং এলাকায় বাইসাইকেল চালাইও মানুষের দ্বারপ্রান্তে যেয়ে তাদের অসুবিধা গুলো দেখে সেগুলো পূরণ করার চেষ্টা করব, উন্নয়নমূলক কাজের জন্য আমার কাছে ঢাকাতে আসবেন আমি বিরক্ত বোধ করব না, আমি আপনাদের কাছে সাধারণ মানুষের মতো আমার মোবাইল নাম্বার আপনাদের দিয়ে গেলাম প্রয়োজন আমার সঙ্গে যে কোন মুহূর্তে যোগাযোগ করবেন, আমি চাই আমার এলাকার উন্নয়ন, আমি আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।