মানিকছড়ি উপজেলা বিএনপির নতুন নেতৃত্ব ” আগামী নির্বাচনে ইতিবাচক ফল বয়ে আনবে

- আপডেট সময় : ০৪:৪০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে

এম.এ.জলিল,খাগড়াছড়ি জেলা প্রতিনিধি;মানিকছড়ি উপজেলা বিএনপির নতুন কমিটি মানিকছড়ি উপজেলা ভূ- রাজনৈতিক জন্য আগামী দিনের জনগণের জন্য সুফল বার্তা বয়ে আনবে।
রাজনৈতিক দল পরিচালনায় দলের গুরুত্বপূর্ণ ধাপ হলো রাজনৈতিক কৌশল প্রয়োগ করা।
এ কৌশল প্রয়োগে ব্যর্থ পর্যবসিত হলে নেতার নেতৃত্ব আর থাকে না। এজন্য নেতাকে কর্মীবান্ধব ও জনবান্ধব হতে হয়।
হাসঁকে মেরে হাসেঁর স্বাস্থ্যকে রক্ষা করা যায় না। তেমনি দল চালাতে গেলে সবার কাছে সমান গ্রহন যোগ্যতা পাওয়া যায় না। কোন না কোন অপ্রিয় থাকবেই। এটা রাজনৈতিক দলের একটা স্টেপ। এটা যেকোন দলের বা সংগঠনে হয়ে থাকে। একটা দলের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করা যত সহজ এর চাইতে রাজনৈতিক দলের নেতা কর্মীদের বিশ্বাস ও নিয়ন্ত্রণ করা বেশ কঠিন। সবচেয়ে বড় কঠিন দলের জনগণের ভালোবাসা পাওয়া।
প্রত্যেক দলের নেতাকর্মীদের দোষগুন থাকবেই। কাহারো বেশি বা কাহারো কম।
#রাজনৈতিক দলের একসময় নিজেদের মধ্যে অস্থিরতা তৈরি হয় যখন রাজনৈতিক দলের প্রেসার গ্রুপ বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী থাকে । এ চাপ সৃষ্টিকারী গোষ্ঠী যখন দলের মধ্যে উপস্থিতি লক্ষ্য করা যায় তখন দলের মধ্যে কোন্দল দেখা দিতে পারে। নেতা কর্মীদের অবিশ্বাস তৈরি করে তারাই সুযোগ সুবিধা ভোগ করবে। দল ভাঙ্গন কাজে হাত দিতে পারে। এ বিষয়ে দলের নেতাকে সর্বোচ্চ সতর্ক থাকতে হয়।
#মনে রাখতে হবে রাজনীতিতে শেষ বলে কোন কিছুই নেই। কারণ কৌশল হলো রাজনৈতিক মেরুদন্ড।
নেতার রাজনীতি ও ভোটের রাজনীতি রাজনৈতিক গেজেটের আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে। একজন সমাজে বা রাষ্ট্রের তুমুল জনপ্রিয় থাকতে পারে কিন্তু ভোটের রাজনীতিতে তাহার উপস্থিতি শূন্য।
তাই আমাদেরকে বুঝতে হবে এবং জানতে হবে। নেতার রাজনীতি আর ভোটের রাজনীতি ভিন্ন সত্ত্বা।
#তরুন সমাজের প্রিয়মূখ
বিএনপির নতুন কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ( হাবিব ভাই)। তিনি ছাত্র জীবনের এক দুর্দান্ত বিপ্লবী নেতা। বিগত সরকার আমলে সর্বোচ্চ মামলার আসামি তিনি। তিনি ১৯ টি মামলার আসামি। যা উপজেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের কোন নেতাকর্মী এমন মামলার আসামি হয়নি। মানিকছড়ি উপজেলা বিএনপি ইতিহাসে বিরল।
বিএনপির রাজনৈতিক সংকট মূহুর্তে হাবিব ভাই এর আর্ভিভাব বিএনপির প্রতিটি নেতাকর্মীদের উজ্জীবিত করে তোলেছে। যা জেলা বিএনপি সভাপতি এবং সাবেক এমপি জনাব ওয়াদুদ ভুইঁয়া মহোদয় এর হাতকে আরো শক্তিশালী করতে সক্ষম হয়েছে। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ বিএনপির রাজনীতিকে বলিষ্ঠ পাকাপোক্ত করে তুলেছে। হাবিবুর রহমান হাবিব ও মীর হোসেন ভাইয়ের সঠিক সিদ্ধান্ত আগামী দিনের মানিকছড়ি উপজেলা যুবদল, ছাত্রদল,শ্রমিক, মহিলাদল ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের ত্যাগী নেতৃত্ব আসবে প্রিয় নেতা জনাব ওয়াদুদ ভুইঁয়া মহোদয়ের হাতকে আরো শক্তিশালী করবে এই আশা প্রত্যাশা সাধারণ জনগনের।
মানিকছড়ি উপজেলা
———————————–