শাল্লায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা প্রদান কার্যক্রম শুরু

- আপডেট সময় : ০১:১৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ৪২ বার পড়া হয়েছে

তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি:
*”ভাতা নয়, সম্মানের সহযাত্রা”* জরুরী বিজ্ঞপ্তি—
সুনামগঞ্জের শাাল্লা উপজেলার সর্বস্তরের জনগনের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের আগ্রহী ভাতা প্রত্যাশীদের অনলাইনে আবেদন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। ২০২৫-২০২৬ অর্থ বছরের বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, প্রতিবন্ধী, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি, অনগ্রসর ভাতা এবং শিক্ষা উপবৃত্তির সুবিধাভোগী বাছাইয়ের নিমিত্তে ১৩ অক্টোবর ২০২৫ থেকে ০৬ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। যারা ভাতা পেতে চান তাদেরকে সংশ্লিষ্ট সবাই অনলাইনে আবেদন করতে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হল।
আবেদনের লিংক:
https://dss.bhata.gov.bd/online-application
এই লিংকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
সময়সীমা: ১৩ অক্টোবর – ০৬ নভেম্বর ২০২৫
যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন: ৩০ নভেম্বর ২০২৫
সংযুক্ত চিঠির নির্দেশনা মোতাবেক অনলাইনে ভাতার জন্য আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদনের বিষয়টি বহুল প্রচারে সংশ্লিষ্ট সকলকে বিনীত অনুরোধ করা হলো।
আবেদন গ্রহণ, যাচাই-বাছাই ও তথ্য এন্ট্রির সময় নিম্নোক্ত নির্দেশাবলী:
আবেদন করতে যা যা দরকার:
১.আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র।
২.আবেদনকারীর নিজ নামে নিবন্ধিত সীম।
৩. প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে অবশ্যই সূবর্ণ নাগরিক কার্ড থাকতে হবে এবং Disability Information System (DIS) এর সাথে যাচাই করতে হবে।
৪. অনলাইন আবেদনে আবেদনকারীদের অবশ্যই প্রার্থীর নিজ জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত সক্রিয় সিম এর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও ব্যাংক হিসাব নম্বর প্রদান করতে হবে।
৫. ব্যাংক হিসাবের ক্ষেত্রে আবেদনকারীদের সাথে যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বর প্রদান করতে হবে।
৬.আবেদনকারীগণকে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট/FMS যুক্ত করে আবেদন করতে হবে । যারা ভাতা পেতে চান তাদেরকে সংশ্লিষ্ট সবাই অনলাইনে আবেদন করতে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হল।
আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ অফিসে পাওয়া যাবে।
সঠিক তথ্য প্রদান নিশ্চিত করুন।
যাঁরা যোগ্য, তাঁরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করুন।
যারা আবেদন করবেন না:
০১. পেনশনভোগীগণ ।
০২. অন্য কোনো অফিস থেকে ভাতা/ অনুদান পেলে তাদের আবেদন করার প্রয়োজন নেই।
০৩. অস্থায়ী বাসিন্দাগণ ।
০ ৪. পূর্বে যারা আবেদন করেছেন আবেদনের এর প্রয়োজন নেই ।
০৫. আবেদনকারী অন্য কোনো সরকারি সুবিধা নিয়মিত পেয়ে থাকলে তিনি এ সুবিধার জন্য বিবেচিত হবেন না।
০৬. পূর্বে অনলাইনে আবেদন করে থাকলে (অপেক্ষমান তালিকা যদি থাকে) পুনরায় অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই।
০৭. অনলাইনে প্রাপ্ত আবেদন এবং পূর্বের অনলাইনে আবেদন তালিকার (অপেক্ষমান তালিকা যদি থাকে) ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে প্রাপ্যতা অনুযায়ী বরাদ্দ প্রদান করা হবে।
চূড়ান্তভাবে নির্বাচিত উপকারভোগীগণ ০১ জুলাই ২০২৫ খ্রি. তারিখ হতে ভাতা প্রাপ্য হবেন।
—-বিশ্বপতি চক্রবর্তী
উপজেলা সমাজসেবা অফিসার,
উপজেলা সমাজসেবা কার্যালয়, শাল্লা, সুনামগঞ্জ।