সাতক্ষীরা কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বনজীবীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৮:২৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি;সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় সুন্দরবনের পরিবেশ রক্ষায় এবং প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে বনজীবীদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শনিবার ১১ অক্টোবর সকালে কালিগঞ্জ অফিসার্স ক্লাব মিলনায়তনে রূপান্তরের আয়োজনে এবং জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশন (GIZ) ও হেলভেটাস জার্মানির সহায়তায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল বলেন:সুন্দরবনকে বাঁচাতে হলে আমাদের প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমিয়ে আনতে হবে। এটি শুধু বন নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে।সভাপতির বক্তব্যে রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া বলেন বনজীবীরা পরিবেশের সরাসরি অংশীদার। তাদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সুন্দরবনকে দূষণমুক্ত করা সম্ভব।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন টেনার প্রতিনিধি খালিদ লামি যুব ফোরামের আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব মারুফ হোসেন ।কর্মশালায় ৩৫ জন বনজীবী অংশগ্রহণ করেন এবং প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর দিক বিকল্প ব্যবহার ও দূষণ প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা হয়।