ফেনী শহরকে যানজট মুক্ত করতে ফেনী পুলিশ প্রশাসন অক্লান্ত পরিশ্রম করছেন
- আপডেট সময় : ০৮:১০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ১৭৯ বার পড়া হয়েছে

মোঃ হানিফ, স্টাফ রিপোর্টার ফেনী:প্রথম,দ্বিতীয় দিনের ন্যায় তৃতীয় দিন ফেনী মহিপালে অবৈধ ভাবে গড়ে উঠা সকল অবৈধ দোকানপাট হকার উচেছদ অভিযান পরিচালনা করেন ফেনী পুলিশ সুপার মহোদয় আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদান কারী সংস্থা ফেনী।
ফেনী শহরকে যানঝট নিরসন করতে সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। একা পুলিশের পক্ষে সম্ভব নয়। নাহলে এভাবে হচ্ছেনা,সকালে তুলে দিলে বিকালে আবার বসে যায়।
বিকালে তুলে দিলে রাতে আবার বসে রাস্তার অর্ধেক হকার,পার্কিং এ দখল করে রাখে।
৫ মিনিটের রাস্তা যেতে সময় লাগে ৩০ মিনিট। অযথা যানজট, হয়রানি শিকার হতে হয় সাধারণ জনগণকে।
এ অভিযানে সাধারণ মানুষকে অবশ্যই এগিয়ে আসতে হবে, আমাদের অধিকার আমাদের আদায় করতে হবে। অন্যায় রুখে দিন পুলিশকে সাহায্য করুন।
এলাকায় ফুটপাত এবং ফুটপাতের পার্শ্ব সড়কে বসানো অস্থায়ী দোকান, সাইনবোর্ড ও অবৈধ পার্কিং উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় পুলিশ সুপার মহোদয় শহরের ফুটপাত ও সড়কে জনসাধারণের নিরাপদ এবং নির্বিঘ্নে চলাচলের লক্ষ্যে ফুটপাত দখলমুক্ত ও সড়ককে যানজটমুক্ত রাখতে জেলা পুলিশের সংশ্লিষ্ট সকলকে সার্বক্ষণিক তদারকিসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন।
উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন জনাব মুঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব নিশাত তাবাসসুম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এবং পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উপস্হিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার আইন সয়হাতাকারী সংস্থার সদস্যবৃন্দ।
আবুল কাশেম
ফেনী ডিস্ট্রিক্ট পরিচালক
আন্তর্জাতিক মানবাধিকার আইন সয়হাতা প্রধান কারি সংস্থা ফেনী শাখা
মোহাম্মদ হানিফ
কোঅর্ডিনেটর ইনভেস্টিগেশন ফেনী সদর ব্রাঞ্চ থাক ফেনী শাখা




















