উজিরপুরে অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে

- আপডেট সময় : ০৮:৪১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ৪১ বার পড়া হয়েছে

বরিশাল ক্রাইম রিপোর্টার:বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের হারতা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় আত্মগোপনে গেলেও জরিমানা থেকে রক্ষা পাননি স্থানীয় কায়উম ভাট্টি নামে এক ব্যক্তি। আজ রবিবার (৫ অক্টোবর ২০২৫)বিকেল ২টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালনা করেন উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশ্বর মণ্ডল। অভিযান চলাকালে দেখা যায়, কায়উম ভাট্টি (পিতা: মান্নান ভাট্টি), পশ্চিম সাতলা শাপলা নয়াকান্দি নদী সংলগ্ন এলাকায় আত্মঘাতী ড্রেজার ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে গেলেও পরে শনাক্ত করে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ৫(১) ধারা অনুযায়ী এই জরিমানা আদায় করে। এ সময় অবৈধ বালু উত্তোলনের সরঞ্জামও জব্দ করা হয়।সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল বলেন, “নদী ও খালের প্রাকৃতিক প্রবাহ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় রাতের আঁধারে আত্মঘাতী ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছিল। এতে নদীর তীর ভেঙে ফসলি জমি ও ঘরবাড়ি ঝুঁকিতে পড়েছিল। প্রশাসনের এ অভিযানকে তাঁরা সাধুবাদ জানিয়েছেন।