শ্যামনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৮:৫২:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে

মো আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ শ্যামনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(৫ অক্টোবর) রবিবার সকালে শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রণী খাতুনের সভাপতিত্বে আলোচনাসভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াতের আমীর শিক্ষক মাওলানা আব্দুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহিন হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী, অধ্যক্ষ মাওলানা ওয়েদুজ্জামান, শ্যামনগর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, সুপার মাওলানা আবুল কাশেম, শ্যামনগর সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, প্রধান শিক্ষক জেসমিননাহার প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান। বক্তারা বলেন, শিক্ষা ব্যবস্থার মূল প্রাণ শক্তি হল শিক্ষক। তাই শিক্ষককের মর্যাদা ,ন্যায্যা অধিকার ও সম্মান নিশ্চিত করা রাষ্ট্রের ও সমাজের দায়িত্ব। অনুষ্ঠানে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজের কয়েকশত শিক্ষক উপস্থিত ছিলেন।