হরিপুরে পূজামন্ডপ পরিদর্শনে বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম চেয়ারম্যান

- আপডেট সময় : ০৯:৩২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ৪২ বার পড়া হয়েছে

গোলাম রব্বানী, হরিপুর (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল হরিপুর উপজেলা শাখার বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম চেয়ারম্যান। শারদীয় দূর্গা পূজার নবমী তিথিতে পূজা মন্ডপ পরিদর্শনকালে সফর সঙ্গী হিসেবে সাথে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল হরিপুর সদর ইউনিয়নের বিএনপির ইউনিয়ন সেক্রেটারি ও ঠাকুরগাঁও জজ কোর্টের এ্যাডভোকেট মো. নুরুল ইসলাম। আরো সফর সঙ্গী হিসেবে শতাধিক বাইক গাড়িবহর সহ বিএনপি’র বিভিন্ন স্তরের নেতা কর্মীরা সঙ্গে ছিলেন।
হরিপুর উপজেলায় ২০ টি পূজা মন্ডপে সর্বোচ্চ নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
মণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও মত-বিনিময় করেছেন। পূজা কমিটি তাকে শুভেচ্ছা ও স্বাগত জানান । পূজা কমিটির মাঝে সভাপতি ও সাধারণ সম্পাদককে উপহার প্রদান করেন তিনি।
বুধবার (১ অক্টোবর) রাত ১১:০০ টায় উপজেলার মন্দির পরিদর্শনকালে তিনি মন্ডপ গুলোর পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং সেচ্ছাসেবক কমিটির সদস্যদের কাছ থেকে সার্বিক নিরাপত্তা বিষয়ে খোঁজ-খবর নেন।
মন্ডপ পরিদর্শন কালে হরিপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মন্ডপে দায়িত্ব পালন করছেন। ঝুঁকিপূর্ণ মণ্ডপের নির্দেশনা মোতাবেক পূজা মন্ডপ পরিদর্শন করছি। আনসার বাহিনীর সদস্যরা ২৪ ঘণ্টা মন্ডপের দায়িত্ব পালন করছেন। তারা ২৪ সেপ্টেম্বর থেকে ০২ অক্টোবর পর্যন্ত ০৯ দিন সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। উপজেলায় আনসার, ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন করা হয়েছে। তারা নিয়মিত টহল পরিচালনা ছাড়াও যে কোনো আপদকালীন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছেন। পুজা উৎসবে কুচক্রী মহলের গুজব প্রতিরোধ ও সকল অশুভশক্তি মোকাবেলায় দায়িত্বরত আনসার ভিডিপি সদস্যদের জন্য শারদীয় সুরক্ষা অ্যাপসের রিপোর্ট কার্যক্রম চালু করায় নিরাপত্তা পরিধি বৃদ্ধি হয়েছে। কোনো মণ্ডপে অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তিনি আরো বলেন, আনসার ও ভিডিপি সর্বদা জনগণের নিরাপত্তা এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আধুনিক প্রযুক্তি নির্ভর নিরাপত্তা ব্যবস্থা এবং সদস্যদের নিরলস প্রচেষ্টায় এবারের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে ।