মনিরামপুরের বিভিন্ন পূজা মন্দিরে শুভেচ্ছা ও উপহার বিতরণ করলেন বিএনপি নেতা মুতাছিম বিল্লাহ

- আপডেট সময় : ০৬:২১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে

এমদাদুল হক, ক্রাইম রিপোর্টার মনিরামপুর:শারদীয় দুর্গোৎসব উপলক্ষে যশোর-৫ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি মোঃ মুতাছিম বিল্লাহ মনিরামপুর উপজেলার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেছেন। এ সময় তিনি পূজায় আগত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং মন্দির কর্তৃপক্ষের হাতে উপহার সামগ্রী তুলে দেন।
সোমবার সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন মন্দিরে গিয়ে তিনি পূজার আনন্দ ভাগাভাগি করেন। ভক্তদের সঙ্গে কুশল বিনিময় কালে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ শান্তি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ। আমরা চাই ভালোবাসা ও সম্প্রীতির বাংলাদেশ।
মন্দির পরিদর্শন কর্মসূচিতে মুতাছিম বিল্লাহর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট আমিমুল ইহসান, ১১নং চালুয়াহাটি ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আব্দুস সাত্তার, ৯নং ঝাপা ইউনিয়ন বিএনপি নেতা মোঃ মুজিবুর রহমান, যশোর এমএম কলেজ ছাত্রদলের সাবেক ছাত্রনেতা আলমগীর হোসেন লাচ্ছু, মোঃ নাজমুল হোসাইন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন।
এছাড়াও উপস্থিত ছিলেন—ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মিরাজুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক শাহরিয়ার আলম অথী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ান ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক সদস্য আরিফুজ্জামান টিংকু, সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের আহবায়ক সদস্য সাকিব জামান, সাউথ ইস্ট ইউনিভার্সিটি ছাত্রদলের আহবায়ক সদস্য জিএম হাসান কবির সুমন, নর্থ সাউথ ইউনিভার্সিটি ছাত্রদল নেতা মোঃ যোবায়ের আহমেদ, লাউড়ী রামনগর কামিল মাদ্রাসা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান তুহিন।
তাদের সঙ্গে আরও ছিলেন যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল নেতা যুবায়ের হাসান, আল সাজিদ, মদনপুর সম্মিলনী ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা সাবির হোসেন রনি, ৯নং ঝাপা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মোঃ সোহাগ হোসাইন, একই ইউনিয়নের ছাত্রদল নেতা তুষার খান, ১২নং শ্যামকুড় ইউনিয়ন ছাত্রদল নেতা আকিব আকবর ও রাজু, যুবনেতা আজাদ হোসেন, ১৩নং খানপুর ইউনিয়নের যুবনেতা হাসনাত হামাদী, মানযুর, ১নং রোহিতা ইউনিয়ন যুবনেতা ইমরান হোসাইন, রাশেদ, মাজিদ, হাসান আলামিন প্রমুখ।
স্থানীয় পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির নেতৃবৃন্দ বিএনপি নেতা মুতাছিম বিল্লাহর এ কর্মসূচিকে স্বাগত জানান এবং তার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন।