শার্শায় সাংবাদিক মনি’র মুক্তির দাবিতে মানববন্ধন

- আপডেট সময় : ১০:১৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ৬১ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান (আসাদ)স্টাফ রিপোর্টার:-যশোরের শার্শায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আটক হওয়া দৈনিক দিনকাল ও দৈনিক লোকসমাজ পত্রিকার উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি’র নিঃশর্ত মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় শার্শা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু। বিশেষ অতিথি ছিলেন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহম্মেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোরশেদ আলম। এতে অংশ নেন শার্শা, নাভারন, বাগআঁচড়া ও বেনাপোলে কর্মরত সাংবাদিক ও কর্মীবৃন্দ।ব্যানার হাতে তারা সাংবাদিক মনি’র মুক্তির দাবি জানান এবং ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে শার্শা থানায় অফিসার “ইনচার্জ আব্দুল আলিমের”অপসারণ দাবি করেন। মানববন্ধনে তিনি তার মুল্যবান বক্তব্যে বলেন-সাংবাদিক মনি দীর্ঘদিন ধরে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ও নির্ভীকভাবে সাংবাদিকতা করে আসছেন। তার লেখনী সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছে। পেশাগত ভাবে হয়রানির উদ্দেশ্যেই একটি সাজানো মামলায় তাকে জড়ানো হয়েছে। আর শার্শা থানার ওসি কোন তদন্ত ছাড়াই সাংবাদিক মনিকে আটক করে জেল হাজতে পাঠিয়েছেন।এসময় বক্তারা ওসির অপসারণের দাবি তোলেন।মানববন্ধনে বক্তারা আরো বলেন, সাংবাদিক মনি’র বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শার্শা, বাগআঁচড়া ও বেনাপোলে কর্মরত সম্মিলিত সাংবাদিক নেতৃবৃন্দ।আরো বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার-কার্যনির্বাহী পরিষদের যুগ্ম-মহাসচিব মোঃ আসাদুজ্জামান (আসাদ) প্রমুখ।মানববন্ধন শেষে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।